একটি শিল্পের মানবিক মুখ।
সহমর্মিতা
কাঠে গড়া প্রতিটি পণ্যের পেছনে থাকে মানুষের ঘাম, শ্রম ও ঝুঁকি। যারা নীরবে শিল্পকে এগিয়ে নিয়ে যান—সহমর্মিতা তাদের কথাই বলে।
সহমর্মিতা কী
সহমর্মিতা কোনো কর্মসূচি নয়।
এটি একটি দৃষ্টিভঙ্গি—যেখানে উন্নতির অর্থ শুধু প্রযুক্তি নয়,
মানুষের নিরাপত্তা ও মর্যাদাও সমান গুরুত্বপূর্ণ।
WTS Foundation-এর এই উদ্যোগ
বাংলাদেশের ফার্নিচার ফ্যাক্টরি ওয়ার্কার
এবং উডওয়ার্কিং মেশিন অপারেটরদের
চিকিৎসা সহায়তার জন্য গঠিত একটি মানবিক অঙ্গীকার।
যা আমরা প্রতিদিন দেখি, কিন্তু খুব কমই বলি
মেশিন চলে। উৎপাদন হয়। সময়মতো কাজ শেষ হয়।
কিন্তু এই শিল্পের ভেতরে প্রতিদিন কাজ করেন এমন মানুষ আছেন
যাদের জন্য একটি দুর্ঘটনা
একটি জীবনের গতিপথ বদলে দিতে পারে।
ধুলাবালি, শব্দ, ধারালো ব্লেড, ভারী কাঠ—
এই বাস্তবতার মাঝেই গড়ে ওঠে আমাদের শিল্প।
সহমর্মিতা এই বাস্তবতাকে অস্বীকার করে না।
এটি তার দায় নেয়।
সহমর্মিতা ফান্ড
সহমর্মিতা ফান্ড গঠিত হয়েছে একটি সহজ বিশ্বাস থেকে—
যেখানে উৎপাদন আছে, সেখানে দায়িত্বও আছে।
যেখানে উৎপাদন আছে, সেখানে দায়িত্বও আছে।
জানুয়ারি ২০২৬ থেকে,
WTS প্রতিটি মেশিন বিক্রির মাধ্যমে
নিজস্ব লাভের একটি অংশ
এই ফান্ডে যুক্ত করবে।
এই ফান্ডের উদ্দেশ্য একটাই—
চিকিৎসার প্রয়োজন হলে
মানুষ একা থাকবে না।
যাদের হাতেই শিল্পের প্রাণ
ফার্নিচার ফ্যাক্টরি ওয়ার্কার
যাদের শ্রমে কাঠ পায় রূপ, কিন্তু যাদের ঝুঁকির কথা খুব কমই শোনা যায়।
উডওয়ার্কিং মেশিন অপারেটর
যাদের দক্ষতায় চলে উৎপাদনের চাকা,
আর যাদের নিরাপত্তা প্রতিদিনই পরীক্ষার মুখে পড়ে।
সহমর্মিতা তাদের কাজকে সম্মান করে।
তাদের জীবনের মূল্য স্বীকার করে।
আর যাদের নিরাপত্তা প্রতিদিনই পরীক্ষার মুখে পড়ে।
সহমর্মিতা তাদের কাজকে সম্মান করে।
তাদের জীবনের মূল্য স্বীকার করে।
এই উদ্যোগের গল্প
সহমর্মিতা কেন প্রয়োজন,
এবং আমরা কী বিশ্বাস করি—
এই গল্পটি এখানেই বলা আছে।
এবং আমরা কী বিশ্বাস করি—
এই গল্পটি এখানেই বলা আছে।
দুই দশকের সামাজিক দায়বদ্ধতা
WTS দীর্ঘদিন ধরেই বিশ্বাস করে—
একটি শিল্পের উন্নয়ন তখনই অর্থবহ,
যখন তা সমাজের সাথেও এগোয়।
কারিগরি প্রশিক্ষণ ও ওয়ার্কশপ,
উডওয়ার্কিং টেকনিক্যাল হ্যান্ডবুক,
জনস্বাস্থ্য সহায়তা,
একটি শিল্পের উন্নয়ন তখনই অর্থবহ,
যখন তা সমাজের সাথেও এগোয়।
কারিগরি প্রশিক্ষণ ও ওয়ার্কশপ,
উডওয়ার্কিং টেকনিক্যাল হ্যান্ডবুক,
জনস্বাস্থ্য সহায়তা,





